গাজীপুরে ‘চারা নষ্ট করা’ ম্যাক্স ভ্যালি থেকে ৯ বিঘা বনভূমি উদ্ধার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের হোতাপাড়া থেকে রাজেন্দ্রপুর রোড দিয়ে এগোলে রানীপুর গ্রামে বড় রিসোর্ট ম্যাক্স ভ্যালি।

একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনের পরিচালক ও বার্তা প্রধান এর মালিক।

রিসোর্টটি ভাওয়াল রেঞ্জের বারইপাড়া মৌজার সিএস ২৮৬৮ নং দাগের তিন একর অর্থাৎ নয় বিঘা সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠে।

সম্প্রতি বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদারের নির্দেশনায় রেঞ্জ অফিস তা উদ্ধার করে বনায়নের উদ্যোগ নেয়।

কয়েক দিনে আকাশমনি, জারুল, অর্জুন, বট, আমলকি, বহেরা, হরতকি ও লটকনের ছয় হাজার চারা রোপণ করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা ও বারইপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন আলোকিত নিউজকে জানান, এভাবে জবর দখলকৃত বনভূমি উদ্ধার ও বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে ২০১৭ সালে ওই রিসোর্টের দখলকৃত বনভূমিতে আকাশমনিসহ কয়েক প্রজাতির প্রায় দেড় হাজার চারা রোপণ করা হয়েছিল।

তখনকার বিট কর্মকর্তা আজাদুল কবিরের নেতৃত্বে চারাগুলো রোপণ করা হয়। তিনি এখন জাতীয় উদ্যান রেঞ্জের পার্ক ও বনখড়িয়া বিটের দায়িত্বে আছেন।

বনায়নের তিন মাসের মধ্যে চারাগুলো নষ্ট করে ফেলা হয়। কিন্তু আজাদুল কবির ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করেন।

আরও খবর