অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করা সমীচীন হবে না : তথ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা সমীচীন হবে না।
তিনি বলেন, আদালতের আদেশের লিখিত কপি পাওয়ার পর কিছু বন্ধ করব। আদালতকে জানাব আসলে কী প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।
বুধবার তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার এক রিটের শুনানি শেষে দেশের অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
ড. হাছান মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই।
তিনি আরও বলেন, তদন্ত শেষ করে না আসা পর্যন্ত আমরা দিতে পারি না। এ কারণেই সময় লাগছে।