শ্রীপুরে ‘কয়লা হাজারীর’ ১৭ চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে দুটি অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগি বাজার ও কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকায় ১৭টি চুল্লিতে লাকড়ি পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছিল।

কারখানা দুটির মালিক জৈনাবাজার এলাকার বহুল আলোচিত জয়নাল হাজারী।

আদালত সূত্র জানায়, মুরগি বাজারের চুল্লিগুলো ইতিপূর্বে ভেঙে দেওয়া হলেও পুনরায় চালু করা হয়। পরিবেশ দূষণ ও বনের ক্ষতিসাধন হওয়ায় সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিনসহ বন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর