শ্রীপুরে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচির সময়ের সাথে মিল রেখে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৫ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনির মাধ্যমে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অপণ, সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় শোভাযাত্রা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিঞা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

আরও খবর