খালেদা বুদ্ধিজীবীদের হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়। আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে।
তিনি বলেন, সরকারের বারংবার আবেদন সত্ত্বেও কিছু দেশ খুনিদের ফেরত না দিয়ে তাদের মানবাধিকার রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠেছে। জাতির পিতার খুনি রশিদ ও ডালিম এখনো পাকিস্তানে পলাতক।
বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সামরিক স্বৈরশাসক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিভিন্ন কারাগারে ও ঢাকা সেনানিবাসের ফায়ারিং গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর শত শত কর্মকর্তা ও সৈন্যদের হত্যা করার পাশাপাশি অসংখ্য আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যার মাধ্যমে গুম ও হত্যার সংস্কৃতির সূচনা করেছিল। বিএনপি এখন কোন মুখে গুম-খুনের কথা বলছে।
তিনি আরও বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সেই নিজামী থেকে শুরু করে যাদের আমরা বিচার করেছি। এদেরই তো খালেদা জিয়া ও জিয়াউর রহমান ক্ষমতায় বসিয়েছিল।