খুদে মেসির অপেক্ষায় বড় মেসি!

ডেস্ক নিউজ : ছেলেটির নাম মুরতাজা আহমাদি। বয়স পাঁচ বছর।

বাসস্থান আফগানিস্তানের রাজধানী কাবুলের গজনি শহর। বাবা একজন সাধারণ কৃষক।

এই ছোট্ট আহমাদি দারুণ ফুটবলপ্রেমী। তার স্টাইল মানে মেসি!

আহমাদির ইচ্ছে হয়েছিল মেসির মত জার্সি পড়বে। তার বাবা কিনে দিতে না পারায় বড় ভাই হুমায়ুন নীল-সাদা রঙের পলিথিন কেটে জার্সি বানায়।

এই জার্সিতেই আহমাদি আনন্দে আটখানা!

সে বল নিয়ে নেমে পড়ে মাঠে। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মেসির এমন খুদে ভক্তের ছবিটি ব্যাপক সাড়া ফেলে দেয়।

সম্প্রতি তা বার্সেলোনা এবং মেসির চোখে পড়ে।

এমন ভক্ত পেয়ে মেসিও আনন্দে উদ্বেলিত!

মেসির বাবা হোর্হে মেসি এএফপিকে বলেছেন, মেসি ছেলেটির জন্য কিছু করতে চায়। তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে।