শেখ ফাহিমের কবিতা ‘ভালোবাসতে চাও?’
ভালোবাসতে চাও?
-সাইফুদ্দিন শেখ ফাহিম
ভালোবাসতে চাও?
ভালোবাস
অবহেলার জঞ্জালে ফেলে রেখো না তাকে।
মনোলোভা বাগানে ঠাঁই দাও
সে প্রজাপতির মতো বিচরণ করুক
স্বপ্নময় তোমাকে নিয়ে সে উড়ুক।
উপেক্ষা আর অবহেলায় ঠেলে দিও না
যেখানে দূর অন্ধকার
অস্পষ্ট তোমার মায়া কাজল চোখ।
ভালোবাসতে চাও?
তাকে সত্য আকাশের মতো স্থান দাও
যার পদচারণায় মুখর সৃষ্টির প্রাণ।
ভালোবাসতে চাও?
মুক্তমনে বাতাসের ঘ্রাণ নাও
বিনিময় প্রথা পিছু ছুড়ে ফেলো
করুণা কিংবা দয়ায় নয়
মায়ায় তাকে জড়াও।