তিতাসে ৩ হাজার কোটি টাকার হদিস নেই

আলোকিত প্রতিবেদক : তিতাস গ্যাসের হিসাবে গত ছয় বছরে তিন হাজার ১৩৮ কোটি ৩৮ লাখ টাকার হদিস মিলছে না।

মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য ওঠে আসে।

বৈঠক সূত্র জানায়, তিতাস গ্যাস তাদের বিভিন্ন কাজে ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ২১২টি অডিট আপত্তির কথা জানায়। যাতে টাকার পরিমাণ তিন হাজার ১৩৮ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকা।

পরে কমিটি এসব দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের বলেন, অডিট আপত্তির সঙ্গে জড়িত টাকার পরিমাণ অনেক। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।

তিতাস গ্যাস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, আর্থিক বিধি অনুসরণ না করা, সিস্টেম লস, চুরি ও বিদেশে প্রশিক্ষণসহ অন্যান্য কারণে এসব অনিয়ম হয়েছে।

আরও খবর