কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কর্মশালা

আবুল বাসার সাজ্জাদ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে পাঁচ দিনব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।

১৯ মার্চ পর্যন্ত এ কর্মশালায় দৈনিক আট ঘণ্টা করে মোট ৪০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. আবু তাহের, কর্মশালার সমন্বয়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ও উপ-সমন্বয়ক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম।

কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন অগ্রজ টেকের সিইও মিজানুর রহমান।

আইকিউএসির পরিচালক জানান, অংশগ্রহণকারীরা অনলাইনে কর্মসংস্থান ও ভার্চুয়াল জগতে যোগাযোগ তৈরি করতে পারবেন। যারা ভাল কাজ শিখতে পারবেন, তাদের বেকার থাকতে হবে না।

আরও খবর