মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘উত্ত্যক্ত’

উত্ত্যক্ত

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

তুমি তরুণ
তারুণ্য তোমার মন
উদাসীন পাখির মত ডানা মেলে
ঘোরে বেড়িয়েছো কত বন।
উদাসীন মনে দাঁড়িয়ে রাস্তার ধারে
আগত তরুণীর প্রাণে অপলক চেয়ে
তাচ্ছিল্য বানে অঙ্গভঙ্গি করে
তিক্ত কথা দিয়েছো ছুড়ে।
বিবেক হারিয়ে সমাজ-সভ্যতা ছেড়ে
মত্ত তুমি তরুণীর রূপে
আজি মনের অতলে ডুবিয়া বুঝো
ভেবে দেখো সাদৃশ্য তোমার বোনের রূপে।
হে তরুণ, তোমার আপনজন
মানহীন হলে সে পথে
মাথা কেটে নিবে তুমি হাতে পেলে।
তোমাকে দিয়ে ভাবো অপরকে

তুমি ব্যথা পেলে বুঝবে ব্যথা অপরে।
সেই তো রাস্তার ধারে দাঁড়িয়ে
কোনো বোনকে উত্ত্যক্ত করিও না।
তরুণ, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি

তুমি হতে পারো সেই তরুণীর স্বামী
কোনো তরুণীকে উত্ত্যক্ত করিও না
সমাজ-সভ্যতার বুকে।

আরও খবর