গাজীপুরে পুকুর দখল : ডিসিকে পিয়নের বৃদ্ধাঙ্গুলি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে প্রকাশ্যে সরকারি পুকুর ভরাট করে পাকা বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসনের সন্নিকটে জয়দেবপুর ট্যাংকির পাড় এলাকায় থেমে থেমে প্রায় চার মাসে এ দখল সম্পন্ন হয়।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ‘ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বললেও কোন ফল হয়নি।

অভিযুক্ত জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুমের পিয়ন আবদুল আউয়াল এখন বুড়ো আঙুল দেখাচ্ছেন।

তাকে জেলা প্রশাসনের সাধারণ শাখার কর্মচারী রইছ উদ্দিন সহযোগিতা করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

বিষয়টি নিয়ে গত ২০ ডিসেম্বর ও ৩১ মার্চ আলোকিত নিউজ ডটকমে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

তখন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসান ব্যবস্থা নেওয়ার কথা বললেও শেষে চুপসে যান।

দখল কাহিনি : ৪৩৩ নং খতিয়ানভুক্ত আরএস ১৪৯৫ নং দাগের ওই পুকুরের আয়তন ৮১ শতাংশ। সিএস দাগ থেকেই এর শ্রেণি পুকুর।

এটি আউয়াল গং দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন। দক্ষিণ অংশে পর্যায়ক্রমে প্রায় ২৫ শতাংশ ভরাট করে বাড়ি ও দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।

এদিকে আউয়াল গত নভেম্বরে কৌশলে পরচায় পুকুরের শ্রেণি বাড়ি দেখিয়ে লিজ বাগিয়ে নিয়েছেন। যার ভিপি কেস নং ৩৮৬/৭৫।

পরে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলে এডিসি কয়েক দিন তৎপরতা দেখান।

এ ছাড়া পুকুরের পশ্চিম অংশে আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা অব্যাহত রয়েছে। দূষণে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

আরও খবর