ইসরায়েল কানেকশন : বিএনপি নেতা আসলাম ৭ দিনের রিমান্ডে

আলোকিত প্রতিবেদক : ইসরায়েলের বিতর্কিত গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে ঢাকা মহানগর আদালতের বিচারক শারাফুজ্জামান আনসারী এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক গোলাম রব্বানী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এতে বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ থেকে ৯ মার্চ বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের কাজে ভারতে যান। ভারতে অবস্থানকালে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক-বহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেন। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আসামির এ ধরনের কর্মকান্ড দেশের অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার শামিল।

আরও খবর