গাজীপুরের সাফারি পার্কে আফ্রিকান জেব্রার প্রথম শাবক
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথমবারের মত আফ্রিকান জেব্রার শাবক জন্ম নিয়েছে।
জন্মের পর শাবকটি নির্ধারিত স্থানে মায়ের সাথে অবস্থান করছে।
পার্কের সুপারভাইজার সারোয়ার হোসেন শাবকটি রবিবার বিকেলে প্রাকৃতিক পরিবেশে জন্ম নিয়েছে বলে জানান।
২০১৫ সালে অাফ্রিকা থেকে পাঁচটি পুরুষ ও ছয়টি মাদি জেব্রা আনা হয়।
নতুন অতিথি নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল এক ডজনে।
ডোরাকাটা দাগের এই প্রাণী উপযুক্ত পরিবেশে অন্তত ২০ বছর বেঁচে থাকতে পারে।