বাইডেনের ফোন পেয়ে ফিলিস্তিনে বর্বরতা বাড়াল ইসরায়েল!

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছেই।

বর্বরতা শুরুর পর অন্তত দুই দফায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাদের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে।

বাইডেনের সাথে ফোনালাপের পর শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, যত দিন প্রয়োজন, তত দিন হামলা চলবে।

এদিকে গাজায় আল-জাজিরা ও মার্কিন বার্তা সংস্থা এপির ব্যুরো অফিস যে ভবনে ছিল, সেই ১১ তলা ভবনটিও বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।

ঘটনার পর হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, এ বিষয়ে ইসরায়েলের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, সাংবাদিক এবং সংবাদমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শনিবার প্রথমবারের মত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ফোনে কথা বলেছেন।

এ সময় তিনি গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলা থামানোর আহ্বান জানান বলে বিবিসির খবরে বলা হয়।

আরও খবর