বিশেষ ক্ষমায় দলে ফেরার পর জাহাঙ্গীরকে এবার স্থায়ী বহিষ্কার

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠকে জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

জাহাঙ্গীর আলম এবার দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। পরে ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।

বর্তমানে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা না থাকলেও তার মা জায়েদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। তবে প্রচারণা চলছে ছেলের নেতৃত্বে।

উল্লেখ্য, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির দায়ে জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ।

গত জানুয়ারিতে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার লিখিত অঙ্গীকার করে বিশেষ ক্ষমায় দলে ফেরেন।

কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া, নিজের মাকে প্রার্থী করে প্রচারণা চালানো ও দলীয় প্রার্থী আজমত উল্লা খানের বিপক্ষে অবস্থান নিয়ে চাপের মুখে পড়েন জাহাঙ্গীর আলম।

আরও খবর