আমি প্রত্যেক নেতার দরজায় গেছি, কেউ সুযোগ দেয়নি : বহিষ্কার প্রসঙ্গে জাহাঙ্গীর

আলোকিত প্রতিবেদক : আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, কেন্দ্রীয় নেতারা গাজীপুরে আসছেন, মানুষকে থ্রেট দিচ্ছেন। এটাকে ভোটের পরিবেশ বলে না।

তিনি বলেন, আমি আওয়ামী লীগের একজন সমর্থক। আমি আবেদন করব, আমাকে সমর্থক হিসেবে থাকার জন্য জায়গা করে দেন।

মঙ্গলবার নগরীর ছয়দানা এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মা জায়েদা খাতুন একজন সংগ্রামী নারী। গাজীপুরের মানুষ আমার মাকে ‘নগরীর মা’ বলেন। আমার বিশ্বাস, আমার মা লাখ লাখ ভোটে জয়লাভ করবেন।

জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ ও মেয়রের পদ থেকে বহিষ্কারের বিষয়ে প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক আমার কথা দুই মিনিট শোনেননি। তাদের কাছে আমাকে পৌঁছানোর কোন পথ রাখা হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ মাস চোখের পানি ফেলেছি, আর ফেলব না। আমি প্রত্যেক কেন্দ্রীয় নেতার দরজায় গেছি, কেউ সুযোগ দেয়নি।

উল্লেখ্য, এবার জিসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।

বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তার মা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।

আরও খবর