কমছে না চালের দাম : বাড়ছে ভোগান্তি
আলোকিত প্রতিবেদক : চালের বাজার এখনো অস্থিতিশীল। দাম কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ফলে সংসার চালাতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভোগান্তি বাড়ছে।
সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোটা চালের কেজি ৪০ টাকা ও চিকন চালের কেজি ৫৬ টাকায় উঠেছিল। চলতি বছর হাওর অঞ্চলের বন্যাকে পুঁজি করে দাম বাড়তে থাকে।
বাজারে এখন মোটা চাল ৫০ টাকা কেজি। ৬৫ টাকার নিচে ভাল মানের চিকন চাল পাওয়া যাচ্ছে না।
ইতিমধ্যে সরকার জরুরি ভিত্তিতে ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। কিন্তু এখনো কোন চাল দেশে আসেনি। দ্রুত আনার তৎপরতাও দেখা যাচ্ছে না।