‘দেনায় জর্জরিত’ সুদানকে ৬৫ কোটি টাকা দিল বাংলাদেশ
আলোকিত প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে পাঁচ লাখ ১০ হাজার কোটি টাকা সমপরিমাণ অর্থের দেনা সুদানের।
এই ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে আইএমএফ সদস্য দেশগুলোকে আহ্বান জানালে সবাই তাতে সাড়া দেয়।
বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশও ৬৫ কোটি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুদান অত্যধিক ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র। এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে দেশটির সংগ্রামকে আরও শক্তিশালী করবে।
গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে আরেক দরিদ্র দেশ সোমালিয়াকে আট কোটি টাকা দেয় সরকার।
আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ও বিশ্বে দশম দেশ সুদান। এর জনসংখ্যার ৭০ শতাংশ মুসলিম।