তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা : নিহত ৪২

ডেস্ক ‍নিউজ : তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে ভারী ট্যাংক নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

দেশটির বড় বড় শহরগুলোতে সংঘর্ষ চলছে।

এ পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত থেকে অভ্যুত্থানের চেষ্টা শুরু হয়। সেনা সদস্যরা রাস্তায় অবস্থান নিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন। তিনি অজ্ঞাত স্থান থেকে একটি টিভি চ্যানেলে তার দলের সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।

আরও খবর