রাজেন্দ্রপুরের পদ্মা ও মাওনার ক্রাউন উলকে ৬ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে দূষণ ও দখলের দায়ে দুটি শিল্প কারখানাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান আদালত পরিচালনা করেন।
এ সময় রাজেন্দ্রপুর এলাকার পদ্মা পেপার মিলকে দুই লাখ টাকা এবং শ্রীপুরের মাওনা এলাকার ক্রাউন উলকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, পদ্মা পেপার মিল বাইপাস লাইনের মাধ্যমে তরল বর্জ্য খালে নির্গমন করে পরিবেশ দূষণ করছিল।
আর ক্রাউন উল কারখানা লবলং খালের জায়গা দখল করায় পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।