গাজীপুরে পোশাক শ্রমিককে অপহরণ, গণপিটুনিতে ডাকাত নিহত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে নারী পোশাক শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।
সদর উপজেলার রাজেন্দ্রপুর রক্ষিতপাড়া এলাকার গজারি বনে শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন (২৭) রুদ্রপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে জয়দেবপুর ও শ্রীপুর থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার শিকার হাসি আক্তার জানান, তিনি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সহকর্মী ইলিয়াসকে নিয়ে হালডোবা এলাকায় এক সহকর্মীর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ডাকাত দল তাদের পথরোধ করে ইলিয়াসকে মারধর করে তাড়িয়ে দেয়।
পরে ডাকাতরা তাকে বনের ভেতরে নিয়ে গাছের সাথে বেঁধে মুক্তিপণ দাবি করে। ইলিয়াস ঘটনাটি স্থানীয়দের জানালে শতাধিক লোক চারপাশ দিয়ে ঘেরাও করে রাকিবকে ধরে গণধোলাই দেন।
এ সময় রাকিবের দুই চোখ উপড়ে ফেলা হয় ও দুই পা ভেঙে দেওয়া হয়। মূলত ডাকাতদের অত্যাচারে লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, ডাকাত রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারী তিন ডাকাতের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।