শ্রীপুরে নানা কর্মসূচিতে শোক দিবস পালিত

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে শোক শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রহমত আলী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন শেখ নজরুল ইসলাম, রফিকুল ইসলাম আকন্দ, ফরিদ আহমেদ চুন্নু, নাসির উদ্দিন জর্জ, কমর উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান জামান, শেখ সফিকুর রহমান, কবির হোসেন প্রমুখ।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও রেহেনা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্যের স্ত্রী নাদিরা রহমত আলী, উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আক্তার হোসেন খান ভুলু, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন প্রমুখ।

আরও খবর