হামলা করে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না : ফখরুল

আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাসী হামলা করে, আহত করে, হত্যা করে, গ্রেফতার করে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না।

তিনি বলেন, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় নুরে আলম, আবদুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে জনমত তৈরির জন্য আমরা ঢাকায় ১৬টি স্থানে কর্মসূচি পালন করছি। পল্লবী জোনে যখন আমাদের কর্মী ভাইয়েরা মঞ্চ তৈরি করছিলেন, ঠিক তখনই আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে প্রায় ৭৫ জন আহত হয়েছেন।

শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতন্ত্রবিরোধী শক্তি। আওয়ামী লীগ অতীতেও একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এখনো তারা একই উদ্দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়।

বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ যে কাজটি করতে চাইছে, তা হচ্ছে যেন নির্বাচনের কোন পরিবেশ তৈরি না হয়। যাতে নিরপেক্ষ সরকার কিছুতে করা না যায়।

আরও খবর