দেশে গরুর খুরা রোগের টিকা আবিষ্কার
আলোকিত প্রতিবেদক : গবাদিপশুর খুরা রোগ প্রতিরোধের জন্য দেশে সঞ্চরণশীল ভাইরাসের একটি কার্যকরী টিকা উদ্ভাবন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল গবেষক এটি উদ্ভাবন করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় এ গবেষণা পরিচালিত হয়।
মঙ্গলবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, খুরা রোগের কারণে দেশে প্রতি বছর ১২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়। এই রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকা প্রধানত আমদানি করা হয়।
নতুন টিকার দাম বাজারে প্রচলিত ভ্যাকসিনের চেয়ে অনেক কম হবে। খামারি পর্যায়ে প্রতিটি টিকা ৬০-৭০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গবেষণার জন্য ১০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ১৭ জন গবেষক এই উদ্ভাবনের সাথে জড়িত ছিলেন।