শ্রীপুরে ওসির চেয়ারে ‘ভুয়া এএসপি’

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক ভুয়া সহকারী পুলিশ সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মাওনা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাউছার (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদরের মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এ সময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, কাউছার ফ্লাইওভারের নিচে দায়িত্বরত কনস্টেবলদের কাছে এএসপি পরিচয় দেন। তার সাথে একজন যুবতী ছিলেন।

পরে তাকে ফোনে জানালে পুলিশ বক্সে নিয়ে আপ্যায়ন করার কথা বলেন। এসে দেখেন কাউছার তার চেয়ারে বসে আছেন।

কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া পরিচয় স্বীকার করেন। সাথে থাকা যুবতী কৌশলে সটকে পড়েন।

জিজ্ঞাসাবাদে কাউছার জানান, তিনি ওই যুবতীর সাথে এএসপি পরিচয়ে মোবাইলে দুই দিনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে প্রমাণ দেখাতে পুলিশ বক্সে আসেন।

এ ঘটনায় কাউছারের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া থানায়ও প্রতারণার মামলা রয়েছে।

আরও খবর