কৃষি জমি সংরক্ষণ করেই উন্নয়ন করতে হবে : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের অপচয় কমাতে হবে, অপচয় যেন না হয়। অনেক দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে।
তিনি বলেন, যে খাদ্যগুলো অতিরিক্ত থাকে, সেগুলো আবার পুনঃব্যবহার করা যায় কীভাবে, সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। গবেষণা অব্যাহত রাখতে হবে।
শনিবার কৃষি মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব খাদ্য দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি জমি যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে। কৃষি জমি সংরক্ষণ করেই উন্নয়ন করতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। আল্লাহর রহমতে খাবারে বাংলাদেশে আর কোন অভাব থাকবে না।
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।