বেলকুচিতে স্ত্রীর মুখমন্ডল এসিডে ঝলসে দিলেন স্বামী
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী।
এতে ওই গৃহবধূর মুখমন্ডলের ৭০ ভাগ, গলা ও বুকের অংশ ঝলসে গেছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ব্র্যাকের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এসিডদগ্ধ সালমা খাতুন (২২) উপজেলার দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামের সোলায়মান হোসেনের মেয়ে।
ঘটনার পর থেকে স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
গৃহবধূর বাবা ও তার স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বানিয়াতী গ্রামের আবুল শেখের ছেলে সাইফুলের সাথে সালমার প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এটি ছিল সাইফুলের দ্বিতীয় বিয়ে।
বিয়ের পর থেকেই সাইফুল শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি স্ত্রীকে ঠিকমত ভরণপোষণ করতেন না। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল।
মঙ্গলবার বিকেলে চাল কেনা নিয়ে স্ত্রীর সাথে সাইফুলের ঝগড়া হয়। সন্ধ্যার পর তিনি পলিথিনে করে এসিড নিয়ে এসে রাতে স্ত্রীর মুখমন্ডলে ছুড়ে পালিয়ে যান।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেন জানান, এ ঘটনায় এসিডদগ্ধের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।