টঙ্গীতে বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি শুরু

আলোকিত প্রতিবেদক : মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমা আগামী ১২ জানুয়ারি শুরু হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা হয়।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২-১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজতেমা ময়দানে ১৭ নভেম্বর ফজরের নামাজের পর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম, ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন প্রমুখ।

আরও খবর