কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দীন আর নেই

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার বারিষাব গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. তাজউদ্দীন বুধবার রাতে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন তাকে গার্ড অব অনার প্রদান করে।

মুক্তিযোদ্ধা তাজউদ্দীনের পৈতৃক বাড়ি ছিল সুনামগঞ্জে। মুক্তিযুদ্ধে তিনি ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

এ ছাড়া তিনি খেতমজুর আন্দোলনে যুক্ত ছিলেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে একাধিক মামলায় জড়ানো হয়। পরে তিনি সকল মামলা থেকে খালাস পান।

মুক্তিযোদ্ধা তাজউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাপাসিয়ার সাবেক সাংসদ মুহম্মদ শহীদুল্লাহ, কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার সিরাজ উদ্দিন মাস্টার, বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জহির বরকত বারিক প্রমুখ।

আরও খবর