কাপাসিয়ায় বিভিন্ন কর্মসূচিতে বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও কাপাসিয়া প্রেসক্লাবসহ সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়।

শনিবার ভোর ছয়টা ৩৪ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি, উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলাম ও ওসি আবু বকর সিদ্দিক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া’ শীর্ষক সংবাদ, দেয়াল পত্রিকা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংসদের স্বামী মুশতাক হোসেন, সংবাদ পাঠিকা তাহমিনা জাকারিয়া, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাকিব, প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, আবদুল মালেক, লোকমান হেকিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্ত পরীক্ষা করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা হয়।

সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।

এ ছাড়া কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও উপদেষ্টা আলম আহমেদের নেতৃত্বে দেড় হাজার মোটরসাইকেল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

আরও খবর