‘সাহসী শেখ হাসিনা দুনিয়ায় অন্যতম বীর’

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত সাহসী নারী পৃথিবীতে আর দেখিনি। দলীয় সরকারের সাফল্যের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনার মত নারী বারবার দরকার। দুনিয়াতে অনেক নারীর বীরত্বের কথা শোনা গেলেও শেখ হাসিনা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম বীর।
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, স্বাধীনতা বিরোধীরা কেবল জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষান্ত হয়নি, আওয়ামী লীগকে ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরার পর তাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে। ওই অপশক্তি গ্রেনেড ও গুলি ছুড়েও শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছেন দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য।