বরিশালে মোটরসাইকেল ছিনতাই মামলায় কনস্টেবল কারাগারে
সারা বাংলা ডেস্ক : বরিশালে কলেজ ছাত্রের মোটরসাইকেল ছিনতাই মামলায় পুলিশ কনস্টেবল আল আমিন এখন কারাগারে।
বন্দর থানার কনস্টেবল আল আমিন ও তার সহযোগী গোলাম বনি গত ১১ জানুয়ারি নগরীর গোরস্থান রোডে কলেজ ছাত্র আসিফ জামানের গতিরোধ করে এক লাখ টাকা দাবি করেন।
তাৎক্ষণিক টাকা দিতে না পারায় তারা আসিফের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় আসিফের বাবা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান মামলা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার মো. আবু সাইদ জানান, অভিযুক্ত কনস্টেবল আল আমিনকে শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরে পুলিশ তাকে সহযোগীসহ গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।