দিনে ৩০০ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তিটি চূড়ান্ত করা হয়।
এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে নেতৃত্ব দেন।
চুক্তি অনুযায়ী প্রত্যাবর্তন প্রক্রিয়া আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শহীদুল হক জানান, বাংলাদেশ প্রতি সপ্তাহে ১৫ হাজার করে রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রস্তাব দেয়। পরে মিয়ানমার দিনে ৩০০-৫০০ রোহিঙ্গা নিতে রাজি হয়।