ফেসবুকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ : ৩ বিদেশিসহ গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজন বাংলাদেশি ও তিনজন নাইজেরিয়ান নাগরিক।
র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ সাংবাদিকদের জানান, প্রতারক চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।