অন্যদিগন্তের সম্পাদককে হত্যার হুমকি : সন্ত্রাসী সোহাগের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক : দৈনিক অন্যদিগন্তের সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর মোহাম্মদ মাসুদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গত সোমবার রাত প্রায় দেড়টার দিকে জনৈক সোহাগ মোবাইলে এ হুমকি দেন।

এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ১১১৮।

অভিযুক্ত সোহাগ রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি কোম্পানিতে চাকরি করেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।

তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে জানা গেছে।

গ্রেফতার দাবি : দৈনিক অন্যদিগন্তের সম্পাদক মোহাম্মদ মাসুদকে হুমকিদাতা সন্ত্রাসী সোহাগকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

তারা হলেন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার, দৈনিক ভোরের সংলাপের সম্পাদক মো. লুৎফর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক জনতার ইউনিট প্রধান মশিউর রহমান রুবেল, বোমার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আলমগীর হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন মুকুল, এটিভি নিউজের সম্পাদক এম জামান প্রমুখ।

আরও খবর