গাজীপুরের তালতলীতে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন : মামলার নির্দেশ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলার তালতলী ও ভাওয়াল মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিনের নেতৃত্বে রবিবার অভিযান পরিচালিত হয়।

এ সময় প্রায় ৩০০ মিটার পাইপলাইন অপসারণ করায় প্রায় ৫০০ বাড়ি ও একটি বেকারির ১২০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

আদালত সূত্র জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৯ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরের মনিপুর ও তালতলীতে হাজারো অবৈধ গ্যাস সংযোগ ফের চালু’ শিরোনামে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন : গাজীপুরের মনিপুর ও তালতলীতে হাজারো ‘অবৈধ গ্যাস সংযোগ’ ফের চালু!

আরও খবর