ক্লাস ছুটির পর বঙ্গবন্ধুকে দেখতে জেলগেটে যেতেন প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্লাস ছুটির পর তিনি ও তার ভাইবোনরা কারান্তরীণ বাবাকে (শেখ মুজিব) দেখতে জেলগেটে যেতেন।
ছোট ভাই শেখ কামালকে উদ্ধৃত করে তিনি বলেন, কামাল তখন ছোট। আমি যখন জেলগেটে ‘আব্বা, আব্বা’ বলে এগিয়ে যেতাম, তখন কামাল আমার মুখের দিকে তাকিয়ে থাকত। আমাকে বলত, হাসু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি?
এ কথা বলতে বলতেই শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন। তখন অনুষ্ঠানে আগত মন্ত্রীদেরও চোখ মুছতে দেখা যায়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশি সাংবাদিক ডেভিস ফ্রস্ট বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, তার সবচেয়ে বড় গুণ আর দোষ কোনটি।
বঙ্গবন্ধু উত্তরে বলেছিলেন, আমি দেশের মানুষকে ভালবাসি, এটা আমার গুণ। আর দোষ হল, আমি আমার দেশের মানুষকে বড় বেশি ভালবাসি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে ভালবাসা, মানুষকে জানা, মানুষের জন্য কাজ করা-এটাই ছিল বঙ্গবন্ধুর জীবনের স্বপ্ন।