কাশিমপুর কারাগারে মৃত্যু পরোয়ানা শুনলেন যুদ্ধাপরাধী আজহার

আলোকিত প্রতিবেদক : একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার তাকে লাল কাপড়ে মোড়ানো পরোয়ানাটি পড়ে শোনানো হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, আজহারুল ইসলাম এখন রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করতে পারবেন। ১৫ দিনের মধ্যে আবেদন না করলে যে কোন দিন রায় কার্যকর হতে পারে।

রিভিউ আবেদন খারিজ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করার সুযোগ রয়েছে। যদিও যুদ্ধাপরাধের মামলায় প্রাণভিক্ষা পাওয়ার নজির নেই।

এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেন।

আরও খবর