কালিয়াকৈরে মুক্তিযুদ্ধমন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মন্ত্রীর গানম্যানের দায়িত্বে থাকা এএসআই কিশোর কুমার (৩৫) ওই এলাকার নারায়ণ কুমারের ছেলে।
নিহত শহীদ (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা এলাকার সবুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কিশোর তার বন্ধুদের নিয়ে লায়ন হাবিবের পতিত জমিতে বসে আড্ডা দেন ও নেশা করেন। তিনি কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদ ও মঈনকে গুলি করেন।
শহীদ বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ঘটনার পর থেকে কিশোর পলাতক রয়েছেন। নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।