বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক বিক্ষোভ, গুলিতে নিহত ৫

আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে মালিক পক্ষের সাথে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেজা (১৮), রনি (২২), শুভ (২৪), রাহাত (২৪) ও রায়হান (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, সংঘর্ষে গ্রামবাসীরাও অংশ নিয়েছেন। নিহতরা শ্রমিক নাকি গ্রামবাসী, নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। অধিকাংশের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

এর আগে ২০১৬ সালের ৪ এপ্রিল ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহত হন।

আরও খবর