টাঙ্গাইলে সাংসদ রানা ও তার ৩ ভাইসহ ১০ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

আলোকিত প্রতিবেদক : টাঙ্গাইলে বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানাসহ ১০ জনের বিরুদ্ধে হুলিয়া জারি ও সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার আদালত থেকে তা টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়।

পলাতক আসামিরা হলেন : সাংসদ রানার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন এবং সাংসদের ঘনিষ্ঠ কবির হোসেন, যুবলীগের সাবেক নেতা আলমগীর হোসেন চান, নাসির উদ্দিন নূরু, ছানোয়ার হোসেন, সাবেক কমিশনার মাসুদুর রহমান ও সাংসদের দারোয়ান বাবু।

অপর চার আসামি আনিছুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, ফরিদ আহমেদ ও সমীর কারাগারে আছেন।

আরও খবর