শ্রীপুরে বাদীর কাছ থেকে ঘুষ নিয়েও আসামি ছেড়ে দিল পুলিশ!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে মামলা রেকর্ডের জন্য বাদীর কাছ থেকে ঘুষ নিয়েও এক আসামিকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
অভিযোগকারী সোহেল মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আবদুর রউফের বাড়ির ভাড়াটিয়া।
তিনি দিনমজুর ও তার বাবা-মা এলাকার ওশিন টেক্সটাইলের শ্রমিক।
সোহেল জানান, গত ৮ মে কারখানায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন তার বাবা-মার ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপে বাবা কহিনুর ইসলাম আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় রিয়াজ উদ্দিন, তাজউদ্দিন ও ফারুকসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দিলে এসআই মঞ্জুরুল ইসলাম তদন্তের দায়িত্ব পান।
তিনি দুদিন পর তদন্তে গিয়ে মামলা রেকর্ড ও আসামি গ্রেফতারের জন্য ১০ হাজার টাকা দাবি করেন। পরে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে এসআইকে দেন সোহেল।
এরপর তিনি সোমবার সন্ধ্যার পর আসামি তাজউদ্দিনকে ধরিয়ে দেন। মঙ্গলবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইউপি মেম্বার তারেক হাসান বাচ্চু বলেন, সোহেলকে লোকজন টাকা দিয়ে সহযোগিতা করেছেন। তাজউদ্দিন থানার ২১ (৪) ১৩ নং হত্যা মামলারও আসামি।
এ ব্যাপারে এসআই মঞ্জুরুল আসামি ধরা বা ছেড়ে দেওয়া তার ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেন।