দেশে চীনের টিকার ডোজ ২৫ মে শুরু : স্বাস্থ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের যে ভ্যাকসিন এসেছে, সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেওয়া শুরু হবে।
এ ছাড়া আমরা রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করছেন।
তিনি বলেন, ভারতের কাছে অর্ডার আছে তিন কোটি। পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। টিকা উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে সম্ভব না।