শ্রীপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কর্মসূচি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবি উঠেছে।
উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচে রবিবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ জসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রোকেয়া সাঈদ, ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন সরকার, শিক্ষানুরাগী আবুল কাসেম বেপারী, রওশন হাসান রুবেল, ফিরোজ আহম্মেদ, শিক্ষক মনিরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নার্গিস সুলতানা, অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।
বক্তারা প্রি-পেইড মিটারের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, আগের মিটারের চেয়ে এখন বেশি বিল নেওয়া হচ্ছে।
সভায় বুধবার সকাল ১১টায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।