চন্দ্রিমা উদ্যানে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ

আলোকিত প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপি বলছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। তখন পুলিশ তাদের ভেতরে যেতে বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মুন্সি জানান, পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিএনপি নেতা আমান উল্লাহ আমান পক্ষের উচ্ছৃঙ্খল কয়েকজন হট্টগোল করে পুলিশের ওপর চড়াও হন। এতে ৮-১০ জন পুলিশ সদস্য আহত হন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান জানান, নেতা-কর্মীদের বিপুল উপস্থিতি দেখে পুলিশ মারমুখী হয়। রাবার বুলেটে মহানগর উত্তরের সদস্যসচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক আহত হয়েছেন।

আরও খবর