কাপাসিয়ার শ্রেষ্ঠ শিক্ষক পাবুর স্কুলের সুইটি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছলিমা আক্তার সুইটি।

তিনি উপজেলার ১০২ নং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাছাইকৃত শিক্ষকদের সাক্ষাৎকার গ্রহণ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকছুদুল ইসলামের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি সুইটিকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আবদুর রহিম প্রমুখ।

সুইটি ১৯৯৮ সালে উপজেলার পাক বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

তিনি ২০০৮ সালে বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন ও ২০০৯ সালে পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

উল্লেখ্য, সুইটি বাঘিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব মাস্টারের মেয়ে এবং তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও সাংবাদিক শামসুল হুদা লিটনের স্ত্রী।

আরও খবর