মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘সমালোচক’

সমালোচক

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

যুদ্ধের মহরত

চারদিকে ছোটাছুটি

শোরগোল পড়েছে চায়ের দোকানে

ভোট দিতে হবে সংসদ নির্বাচনে।

সমালোচক

কী আজব সময়

একটি ভাবনা শুধু চারদিকে

ভোট দিব কাকে?

ভোট যাকে দিব

সে তো বিজয় মালা গলায় পড়ে

চলে যাবে দূরে

গ্রামের মেঠোপথ ছেড়ে

সুখের সেই ইট-পাথরের ঘরে।

অতঃপর

ফিরবে অতিথি পাখির বেশে

বিরগলের সুর বাজবে চারদিকে

নিরাপত্তা প্রহরী থাকবে ঘিরে।

আমি সমালোচক

বসে থাকব চায়ের দোকানে

আমি শুধুই সমালোচক!

আরও খবর