গাজীপুরের মির্জাপুরে ‘অবৈধ গ্যাস লাইনে’ অগ্নিকাণ্ড
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অবৈধ গ্যাস লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ড হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, কলেজের বাউন্ডারি ওয়ালের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভির সঞ্চালন লাইন গেছে। বিকট শব্দে একটি তার ছিঁড়ে গ্যাস লাইনের ওপরে পড়ে।
এতে গ্যাস লাইনটিতে আগুন ধরে যায়। শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।
২০১২ সালে বাংলাবাজার থেকে বিডি ফুড কারখানায় গ্যাস লাইন টানা হয়। তখন সেখান থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ সংযোগ ছড়িয়ে পড়ে।
আগেও লাইনে লিকেজ হয়ে অগ্নিকাণ্ড হয়েছে। তবে লাইনটি উচ্ছেদে তৎপর হয়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, গ্যাস লাইনে বড় ধরনের লিকেজ রয়েছে। লিকেজ দিয়ে গ্যাস বের হচ্ছে।
গাজীপুর তিতাসের সুপারভাইজার শামসুল হক জানান, অগ্নিকাণ্ডের সময় ভাল্ব খুঁজে না পাওয়ায় সংযোগ বন্ধ করা যায়নি। বুধবার লাইনটি উচ্ছেদ করা হবে।