গাজীপুরের আইইউটিতে পড়ার সময় জঙ্গিবাদে ঝুঁকেন প্রকৌশলী আবদুল্লাহ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করেন আবু আবদুল্লাহ (২৭)।

পরে এই প্রকৌশলী পেশাগত কাজে যোগ না দিয়ে জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়েন।

তিনি জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য হিসেবে অর্থ সংগ্রহ, নাশকতার জন্য বিস্ফোরক দ্রব্য তৈরি ও হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়ারও কাজ করেন।

সম্প্রতি সারোয়ার জাহান ও তামিম চৌধুরীসহ শীর্ষ নেতাদের মৃত্যু ও অনেকে আত্মগোপন করায় জেএমবিকে সংঘবদ্ধ করার কাজ শুরু করেন আবদুল্লাহ।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান।

তিনি আরও জানান, আবদুল্লাহ আইইউটিতে পড়ার সময় কলেজ বন্ধু সিফাতের মাধ্যমে জঙ্গিবাদে ঝুঁকে পড়েন। তার গ্রামের বাড়ি যশোরে। তিনি ২০০৭ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেন। ওই সিফাতকে গত ৯ আগস্ট গ্রেফতার করা হয়।