কালীগঞ্জে লোকসান মাথায় নিয়ে সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে প্রায় ১৫০ কোটি টাকার লোকসান মাথায় নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।

চলতি মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ওয়াহেদ আলী জোয়ার্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, পৌর মেয়র মকছেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমুখ।

আরও খবর